সর্বশেষ খবর

10/recent/ticker-posts

রিয়াজের সঙ্গে নতুন মিশনে নামলেন বুবলী!।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ ঢাকাই সিনেমার সফলতম নায়কদের একজন রিয়াজ। নব্বই দশক থেকে শূন্য দশক অব্দি অনেক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন। যদিও এখন তিনি অভিনয় থেকে দূরে, তবে জুড়ে আছেন সিনেমার সঙ্গেই।

অন্যদিকে শবনম বুবলী এই প্রজন্মের নায়িকা। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে তার অভিষেক হয়। তারা জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। বর্তমানে শাকিবের গণ্ডি ছাড়িয়ে কাজ করছেন অন্যান্য নায়কদের সঙ্গেও।

দুই প্রজন্মের দুই তারকা রিয়াজ-বুবলীকে হঠাৎ পাওয়া গেল একসঙ্গে। তারা সম্মিলিতভাবে কাজ করবেন স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনির জন্য। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় বড়সড় আয়োজনের মধ্য দিয়ে খবরটি জানানো হয়।

সিম্ফনির শুভেচ্ছাদূত হয়েছেন বুবলী। এ উপলক্ষে একটি অনুষ্ঠান করা হয়। যেটার মার্কেটিং পার্টনার চিত্রনায়ক রিয়াজের প্রতিষ্ঠান পিংক। সুতরাং নায়কের ডাকেই যেন সাড়া দিলেন নায়িকা!

নায়িকা বুবলীকে স্বাগত জানিয়ে রিয়াজ বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির চমৎকার একজন অভিনেত্রী বুবলী। তার ক্যারিয়ার গ্রাফ প্রেরণা দেয়৷ মাস পিপলের কাছে তার গ্রহণযোগ্যতাও দারুণ। তাকে আমরা এই পরিবারে পেয়ে আনন্দিত।’

এসময় সিম্ফনির বিজ্ঞাপনচিত্রে বুবলীর সঙ্গে নায়ক রিয়াজকে দেখা যেতে পারে বলেও আভাস দেন তিনি।

এদিকে রিয়াজকে সিনেমার আইকন, নিজের আইডল ও সুপারস্টার উল্লেখ করে বুবলী বলেন, ‘সিম্ফনির সঙ্গে এই যাত্রাটা আমার কাছে স্পেশাল। আশা করছি অনেক অভিজ্ঞতা হবে। সেইসঙ্গে এখানে এমন একজন মানুষ রয়েছে যিনি আমাদের সিনেমার আইকন, আইডল এবং সুপারস্টার। দীর্ঘদিন তিনি এদেশের সিনেমাকে সার্ভিস দিয়েছেন। তার স্নেহ, উৎসাহ আমি সবসময় পাই। তার সঙ্গে সিম্ফনি নিয়ে কাজ করতে পারবো, এটা আমার কাছে অন্যরকম অনুভূতির।’

এখন থেকে সিনেমার শুটিংয়ের পাশাপাশি আগামী দুই বছরের জন্য সিম্ফনির প্রচারণায় সক্রিয় দেখা যাবে এ নায়িকাকে। কাজ করবেন কিছু টিভিসিতেও।

বিষয়টি নিয়ে বুবলী বলেন, গুণগত মান অক্ষুন্ন রেখে মানুষের চাহিদা অনুযায়ী মোবাইল তৈরী করে সিম্ফনি। । ঠিক এই কারনেই আমি সিম্ফনির সাথে কাজ করতে আগ্রহী হয়েছি।’

বুবলী আরো জানান, ‘ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি এবং ব্যবহারকারীদের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি। শিগগিরই সিম্ফনি বাংলাদেশের বাজারে আরো নতুন কিছু হ্যান্ডসেট নিয়ে আসবে এবং সেই ফোন গুলো সকল স্তরের মানুষের মন জয় করতে পারবে আমার বিশ্বাস।’

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ