সর্বশেষ খবর

10/recent/ticker-posts

১২১ জন নতুন রোগীর ৮৭ জনই ঢাকার।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ সারাদেশে গত এক দিনে আরও ১২১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৮৭ জন বা ৭২ শতাংশই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।

আর ঢাকা বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৮ জন, যা দিনের মোট শনাক্তের ৮১ শতাংশের সমান।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে শনাক্ত রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জন হয়েছে।

টানা দ্বিতীয় দিনের মত দেশের কোনো জেলা থেকে করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা আগের মতই ২৯ হাজার ১১৭ জনে রয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও এক হাজার ২৩৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৭২ হাজার ৮৪৫ জন সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

গত কয়েকদিন ধরেই শনাক্ত রোগীর সংখ্যা এবং দৈনিক মৃত্যু কম হচ্ছে। গত বছরের ৮ ডিসেম্বরের পর গত ১৬ মার্চ একদিনে কারও মৃত্যু না হওয়ার খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময় টানা তিনদিন কারও মৃত্যু হয়নি।

এরপর ১৮ মার্চ দুজন, ২০ মার্চ ৩ জনের মৃত্যুর খবর আসে করোনাভাইরাসে। এখন টানা দুদিন মৃত্যুহীন থাকল স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক বুলেটিন।

গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ১১ শতাংশ। মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ