সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কুষ্টিয়ার কুমারখালীতে উই এর প্রথম অফলাইন মিটিং।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের নিয়ে গঠিত সংগঠন উইম্যান এন্ড ই-কমার্স ট্রাস্ট (We) এর কুষ্টিয়া জেলা শাখার প্রথম সভা সশরীরে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে উই এর জেলা শাখার উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথের শিলাইদহের কুঠিবাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।

কুমারখালীর নারী উদ্যোক্তা তানজীর তিশার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা কাজী স্নিগ্ধা।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ উওম্যান এন্ড ই-কমার্স ট্রাস্টের কুষ্টিয়া জেলা প্রতিনিধি আরেফীন পারভীন লিজা।

এ সময় অফলাইন মিটিং এ দুবাই থেকে ভার্চ্যুয়ালে যুক্ত হোন বাংলাদেশ উইম্যান এন্ড ই-কমার্স ট্রাস্টের প্রেসিডেন্ট নাসিমা আক্রার নিসা।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে জেলার প্রায় ৪০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

অফলাইন মিটিং শেষে আরেফীন পারভীন লিজা বাংলাদেশ উই এর কুষ্টিয়া জেলা শাখার প্রতিনিধি নির্বাচিত হওয়ায় কুঠিবাড়ির গীতাঞ্জলি গেস্ট হাউজে কেক কেটে ফুলের সংবর্ধনা দেয়া হয়।

অফলাইন মিটিং এ বক্তারা জেলার বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাদের সংঘবদ্ধ করা ও তাদের তৈরিকৃত পণ্যের বাজারজাতকরণ নিশ্চিত করতে একসাথে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও নারী উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি নারী অধিকার নিয়েও কাজ করছে প্রায় ১৩ লক্ষ সদস্যদের ঠিকানা বাংলাদেশ উইম্যান এন্ড ই-কমার্স ট্রাস্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ