আজ রবিবার সকাল সাড়ে দশটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছে অনশন কর্মকাণ্ড করবেন বলে। অনশন কর্মকাণ্ডে অংশগ্রহণ রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডঃ খন্দকার মোশাররফ হোসেন। ইতিমধ্যে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে ফখরুল ইসলাম আলমগীর যুক্ত হবেন।
|
BNP |
তারা অভিযোগ করেছেন সাবেক মন্ত্রী নাজমুল হোসেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কারাদণ্ডের কিছুদিন পরেই জামিনে মুক্তি হয়েছিলেন। কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বছরের বেশি হয়ে গেছে কারাগারে রয়েছেন, তার পরেও তার জামিন মিলছে না। সকাল দশটায় অনশন শুরু হওয়ার কথা থাকলেও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এর ভিতরে হবে না বাহিরে হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে জানা গেছে ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এর ভিতর কর্মসূচি গ্রহণ করা হবে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে ভিতরে অনশন কর্মসূচি গ্রহণ করা হবে।
0 মন্তব্যসমূহ