জাতীয় ঐক্যের নামে সব দুর্নীতিবাজ একত্রিত হয়েছে। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের এক সংবর্ধনা অনুষ্ঠানে। মান্না দের সাথে আসে ডঃ কামাল এবং ডঃ ইউনুস। জাতীয় ঐক্য ও যুক্তফ্রন্ট কে স্বাগত জানিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন দেশ নেত্রী শেখ হাসিনা। গতকাল নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEgdoceahWHWhm_tmoP-wxxs3vuGgIQ_WNjGBwtaZyeahrVVI-BHijl3Ux77dj4k4QtNmcfaBi16iCrtwYeRvnGBnOmsLfjcshrh3GEcEFfvZLIghLXW1FhItkALXuaCDbdyVA3NKmivo/w640-h360/%25E0%25A6%25B6%25E0%25A7%2587%25E0%25A6%2596+%25E0%25A6%25B9%25E0%25A6%25B8%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A6%25BE+%25E0%25A7%25A7.jpg)
নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোঁছায় বেলা সোয়া দুইটায়। পরে রাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের কর্মীরা উৎফুল্ল হয়ে পড়েছেন। আওয়ামী লীগের কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে উজ্জীবিত হয়েছেন। এসময়ের সাংবাদিকদের সম্পর্কেও প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রী বলেন নিজেদের স্বার্থের জন্য সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধিতা করছে। কিন্তু সরকারের সব দিক মাথায় রেখে কাজ চালিয়ে যেতে হয়। তথ্য প্রযুক্তির সুফল এর পাশাপাশি কুফলও রয়েছে। এদিকে সরকারের খেয়াল রাখতে হয়। তাই সবদিক বিবেচনা করেই ডিজিটাল আইন বাস্তবায়ন করা হয়েছে। দেশে বর্তমানে শান্তি বিরাজ করছে। এই শান্তি যদি কেউ বিনষ্ট করতে চায় তাহলে তার মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
0 মন্তব্যসমূহ