সর্বশেষ খবর

10/recent/ticker-posts

ভাল নেই রাঙ্গামাটি জেলার পাহাড়ী তাঁতীরা।।বিডি নিউজ.ইন।।BDNews.in


নিজস্ব প্রতিনিধিঃ কৃষি, ফলমূল আহরণ ও মাছ শিকারের পাশাপাশি পাহাড়ী আদিবাসীদের জীবন জীবিকার মূল উৎস হচ্ছে তাঁত শিল্প। নিজস্ব ঢং বুনা এ কাপড়ের রয়েছে দেশে বিদেশে ব্যাপক চাহিদা। কিন্তু পর্যাপ্ত পুঁজি না থাকায় বাপ দাদার পেশাকে ধরে রাখতে পারছেনা তারা। এছাড়া সুতার দাম বাড়ায় বেড়েই চলেছে লোকসান পরিমান।

ভাল নেই রাঙ্গামাটি জেলার পাহাড়ী তাঁতীরা। শুধু এ জেলার নয় পর্যাপ্ত পুঁজির অভাবে পার্বত্য তিন জেলার আদিবাসীদের সম্ভাবনায়ময় এ তাঁত শিল্প বিলুপ্তির পথে। এরইমধ্যে অনেকেই গুটিয়ে নিয়েছেন ব্যবসা। কেউবা আবার ঝুঁকছেন ভিন্ন পেশায়। 

এ শিল্পকে টিকিয়ে রাখতে নিজেরাই উদ্যোগী হয়ে মাঝে মাঝে আয়োজন করে বস্ত্র মেলার। কিন্তু হাতে বুনা এ পোশাক যেন পেরে উঠছে না আধুনিক পোশাকের সঙ্গে। 

এ শিল্পের সঙ্গে জড়িতদের সরকারি কোন সহযোগিতা দেয়া হয়না, ব্যবসায়ীদের এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করলেন স্থানীয় বিসিক কর্মকর্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ