সর্বশেষ খবর

10/recent/ticker-posts

ক্যাশ আউট খরচ কমিয়েছে বিকাশ।।বিডি নিউজ.ইন।।BDNews.in


মোঃ মারুফ বিল্লাহ, ঢাকা মহানগর প্রতিনিধিঃ ক্যাশ আউট খরচ কমিয়ে হাজারে ১৪ দশমিক ৯০ টাকা করলো বিকাশ। তবে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত একটিমাত্র ‘প্রিয় এজেন্ট’ নম্বরে ক্যাশ আউটে এই হ্রাসকৃত খরচ প্রযোজ্য হবে। 

অর্থাৎ গ্রাহককে এই সুবিধা পেতে ক্যালেন্ডার মাস অনুযায়ী একজন বিকাশ এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যোগ করে নিতে হবে। এই ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে আগের মতোই হাজারে ১৮ দশমিক ৫০ টাকা ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। আবার মাসে ২৫ হাজার টাকার সীমা পেরিয়ে গেলে পরবর্তী লেনদেনেও হাজারে ১৮ দশমিক ৯০ টাকা প্রযোজ্য হবে।

শুক্রবার মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিকাশের এই হ্রাসকৃত চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে। গ্রাহককে ক্যাশ আউটের জন্য এর বাইরে কোনো খরচ করতে হবে না।

বিকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯৫ শতাংশ গ্রাহকই মাসে ২৫ হাজার টাকার মধ্যে ক্যাশ আউট করে থাকেন। সেটি বিবেচনায় নিয়েই এক দশক পূর্তিতে গ্রাহকের জন্য ক্যাশ আউট চার্জ কমাল বিকাশ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ