সর্বশেষ খবর

10/recent/ticker-posts

মহান স্রষ্টার অসাধারণ বুদ্ধিমত্তাসম্পন্ন পতঙ্গ পিঁপড়া।।বিডি নিউজ.ইন।।BDNews.in


মো: সাখাওয়াত হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে এ তথ্য আবিষ্কার করেছেন যে, পিঁপড়া খাওয়ার প্রয়োজনে মাটির নীচে যে শস্যদানা জমা করে সেগুলোকে জমা করার পর দু টুকরো করে ফেলে, যাতে দানাগুলো থেকে চারা উদ্গত না হয়ে যায়।

কিন্তু ধনিয়ার দানাকে পিঁপড়া অভ্যাসের বিপরীত দুটুকরোর পরিবর্তে চার টুকুরো করে। এর করণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীগণ জানতে পারলেন, ধনিয়ার দানা দুটুকরো করে ফেললেও তা থেকে চারা উদ্গত হয়।

চার টুকরো করলে আর উদ্গত হতে পারে না। তাই পিঁপড়া তাকে চার টুকরো করে। সুবহানআল্লাহ- কে পিঁপড়াকে এই তথ্য দিলো? কে পিঁপড়ার মাথায় এই বুদ্ধি দিলো? আমার প্রতিপালক তিনি যিনি প্রতিটি জিনিসকে তার উপযু্ক্ত আকৃতি দান করেছেন অতপর তাকে প্রয়োজনীয় পথনির্দেশ দিয়ে দিয়েছেন।

~(সূরা ত্বাহা)

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ