সর্বশেষ খবর

10/recent/ticker-posts

পিছিয়ে গেলেন পরীমণি, কারণ জানালেন পরিচালক।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ  ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিতব্য ‘প্রীতিলতা’ ছবির শেষ লটের শুটিং গত ১২ ডিসেম্বর শুরুর কথা ছিলো চট্টগ্রামে। সে সময় পরিচালক রাশিদ পলাশ জানিয়েছিলেন টানা এক মাস সেখানে পরীমণিকে নিয়ে শুটিং করবেন তিনি। ১২ জানুয়ারি ‘প্রীতিলতা’র ক্যামেরো ক্লোজ করে ঢাকায় ফিরবেন।

কিন্তু পরিচালকের কথা মোতাবেক ১২ ডিসেম্বর চট্টগ্রামে ছবিটির শুটিং শুরু হয়নি। শুরু হচ্ছে না ডিসেম্বর মাসেও। শুক্রবার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে নির্মাতা জানান, কুয়াশার কারণে নির্ধারিত সময়ে শুটিং করা সম্ভব হয়নি। তাই শুটিং পেছাতে হয়েছে।

রাশিদ পলাশ বলেন, ‘আমরা এ মাসের মাঝামাঝিতে প্রীতিলতার শেষ লটের শুটিং শুরু করতে চেয়েছিলাম। কিন্তু যেখানে শুটিং করবো সেখানে সকাল থেকে এতো কুয়াশা পড়ে যে কুয়াশা কাটতে কাটতেই দিনের অর্ধেক শেষ হয়ে যায়। তাই শুটিং পিছিয়েছি। সব ঠিক থাকলে ১৫ জানুয়ারিতে শুটিং শুরু করবো আমরা।’

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে এবং রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’র শুটিং শুরু হয়েছে আগেই। গেল বছরের নভেম্বরে সিনেমাটির শুট শুরু হয়। রাজধানীর উত্তরা, তেজগাঁও এবং পুরান ঢাকায় মাত্র আট দিন সিনেমাটির প্রথম লটের শুট হয়।

সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে পরীমণি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা। শেষ লটে নতুন আরও শিল্পী যুক্ত হবেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প নিয়েই সিনেমাটি নির্মাণ হচ্ছে। এ সিনেমার জন্য প্রথম বার ঢালিউডে গান করেছেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী কবীর সুমন। আরেকটি গান থাকছে সাব্বির নাসিরের কণ্ঠে। কস্টিউম ডিজাইনার হিসেবে আছেন বিবি রাসেল।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ