সর্বশেষ খবর

10/recent/ticker-posts

অভিনেতা পলাশকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ জিয়াউল হল পলাশ। সাম্প্রতিক সময়ের তুমুল জনপ্রিয় একজন তারকা। ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে অনেক চরিত্রের মধ্যে কাবিলা একজন। আর এই চরিত্রেই নিজেকে ফুটিয়ে তুলেছেন তিনি। অনেকেই হয়ত পলাশের নাম ভুলে তাকে কাবিলা নামেই চিনে থাকে।

অন্য তারকার মত সোশ্যল মিডিয়াতেও বেশ সরব পলাশ। নিজের নতুন কাজ নিয়েও আপডেট দিতে দেখা যায়। তবে এবার পলাশকেই মৃত জানাল ফেসবুক।

পলাশের নিজস্ব ফেসবুক আইডিকে রিমেম্বারিং দেখাল এই সোশ্যল মিডিয়া সাইট। আমরা সবাই জানি, কেউ মারা গেলে পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব ফেসবুককে জানালে তখন ফেসবুক কর্তৃপক্ষ সেই আইডিকে রিমেম্বারিং করে দেয়।

এ বিষয়ে পলাশের সঙ্গে কথা হলে তিনি জানান, এখন পর্যন্ত আইডিতে ঢুকতেই পারছি না। তবে সমাধানের চেষ্টা চলছে। এ সময় তিনি আরও জানান, যে এই কাজ করেছেন তার উত্তোরত্তর সমৃদ্ধি ও হেদায়েত কামনা করেছেন।

এর আগে,মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ফেসবুক অ্যাকাউন্টে তাকে মৃত দেখানো হলে টুইটারে একটি পোস্ট দিয়ে জানান তিনি বেঁচে আছেন।

জানা গেছে, এ ঘটনার কয়েক ঘণ্টা পর তিনি নিজের অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পেরেছেন।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ