সর্বশেষ খবর

10/recent/ticker-posts

১১ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রের।।BDNews.in


মোঃ এমদাদুল হক, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার,  নান্দাইল উপজেলায়  শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের ইন্নস আলীর পুএ, জুবায়ের আহম্মেদ নাঈম(১৩) নামের এক মাদ্রাসা ছাত্র ১১ দিন যাবত নিখোঁজ। এ ঘটনায় নিখোঁজ নাঈমের বড় ভাই মেহেদী হাসান ৪ দিন পর নান্দাইল থানায় সাধারন ডায়রী করেন। নাঈমের নিখোঁজের ঘটনায় পরিবারের মধ্যে নেমে পড়েছে শোকের ছায়া। 

নান্দাইল মডেল থানার সাধারন ডায়রী সূত্রে জানা যায়ঃ জুবায়ের আহম্মেদ নাঈম উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের ইন্নস আলীর পুত্র। সে শেরপুর ইউনিয়নের পাছরুখী ইউনুসিয়া এশাতুল উলুম তালতলা মাদ্রাসায় হেফজ বিভাগের পড়াশোনা করতো। গত ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। 

নিখোঁজ হওয়া পর আত্নীয় -স্বজন ও আশে পাশে খোঁজ নিয়েও সন্ধান পাইনি তার পরিবার। পরে ১২ ফেব্রুয়ারী নান্দাইল মডেল থানায় সাধারন ডায়রী করেন। ডায়ারী নং ৩২৮। নিখোঁজের সময় নাঈমের পড়নে ছিল  সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। উচ্চতা ৪ ফুট হালকা পাতলা চেহারা গায়ের রং ফর্সা। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় তার বড় ভাই জিডি করেছে। আমরা খোঁজ নিচ্ছি। এ ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ