সর্বশেষ খবর

10/recent/ticker-posts

আবারও বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ আবারও বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ালো এক হাজার ২৪০ টাকায়।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ ঘোষণা দেয় বিইআরসি। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।

বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল একটি ভার্চুয়াল সম্মেলনে জানান, চলতি ফেব্রুয়ারি মাসের জন্য বেসরকারি পর্যায়ে মূল্য সংযোজন করসহ প্রতি কেজি এলপিজির দাম ৯৮ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৩ টাকা ৩৪ পয়সা করা হয়েছে। এতে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ২৪০ টাকা করা হয়েছে। সেই হিসাবে সিলিন্ডারপ্রতি ৬২ টাকা বেড়েছে।

এদিকে পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে, যা জানুয়ারি মাসে প্রতি লিটার ৫৪ টাকা ৯৪ পয়সায় পাওয়া যেত। তা বাড়িয়ে ৫৭ টাকা ৮১ পয়সা করা হয়েছে। একই সঙ্গে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড) এলপিজির দামও বেড়েছে। এর দাম ৯৪ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ১০০ টাকা ১০ পয়সা করা হয়েছে।

নতুন দামের বিষয়ে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেছেন, সৌদি সিপি অনুসারে ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি টন ৭১০ ডলার থেকে বেড়ে ৭৭৫ ডলারে দাঁড়িয়েছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় ফেব্রুয়ারি মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কমিশন সচিব আবু সায়িদ, সদস্য মকবুল-ই-ইলাহিসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ