সর্বশেষ খবর

10/recent/ticker-posts

ফেসবুক প্রোফাইল বা পেজ ভেরিফাই করবেন যেভাবে।।BDNews.in


শাহরিয়ার শান্ত, জামালপুর  জেলা প্রতিনিধিঃ অনেক তারকা বা জনপ্রিয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজের পাশে নীল রঙের টিক চিহ্ন দেখা যায়। এই নীল রঙের অর্থ হলো ফেসবুক ব্যবহারকারীর পরিচয় যাচাই করে অ্যাকাউন্ট বা পেজটিকে স্বীকৃতি দিয়েছে। ফলে সবাই বুঝতে পারে, অ্যাকাউন্ট বা পেজটি আসল। চাইলে আপনিও বিনা মূল্যে ফেসবুকের কাছ থেকে নিজের বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ও পেজ ভেরিফাই করে নিতে পারেন। তখন আপনার প্রোফাইল বা পেজের পাশে নীল টিক চিহ্ন শোভা পাবে। মানে এটি ভেরিফায়েড।

যাচাই করবেন যেভাবে- ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পেজ যাচাইয়ের জন্য প্রথমে ফেইসবুক এর অফিসিয়াল ঠিকানায় যেতে হবে। এবার ‘Verify your page or profile’ অপশন থেকে আপনার পছন্দমতো ‘Profile’ বা ‘page’ নির্বাচন করতে হবে। এবার যে প্রোফাইল যাচাই করতে, চান সেটির লিংক লিখতে হবে। এ জন্য ফেসবুকে আপনার প্রোফাইলে ক্লিক করলে ব্রাউজারের ইউআরএলে যে লিংক দেখা যায়, তা (www.facebook. com/.......) লিখতে হবে। পেজের জন্য নির্দিষ্ট পেজের লিংক দিতে হবে। তবে এ জন্য আপনাকে অবশ্যই পেজটির অ্যাডমিন হতে হবে। 

এবার ‘Select a category for the Page or profile’ থেকে যে অ্যাকাউন্ট বা পেজ যাচাই করতে চান, সেটির বিভাগ নির্বাচন করতে হবে। এরপর ‘Which country is this entity from?’অপশন থেকে আপনি কোন দেশে বসবাস করেন, তা নির্বাচন করে ‘Please attach a photo of your ID’ অপশনে জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের লাইসেন্স, আয়কর সনদসহ বিভিন্ন তথ্য দিয়ে ফেসবুকের কাছে আবেদন করতে হবে।

আপনার পেজ বা অ্যাকাউন্টে থাকা প্রোফাইল ছবি, কভার ছবি ও বিভিন্ন পোস্ট বা ভিডিও ফেসবুকের নীতিমালা মেনে বিনিময় করা হয়েছে কি না, তা–ও জানাতে হবে ফেসবুককে। ব্যক্তিগত অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই অনুসারী অপশন চালু রাখতে হবে। এবার কেন আপনি এই অ্যাকাউন্ট বা পেজ যাচাই করতে চান, তা লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনার দেওয়া তথ্য যাচাই করে ফেসবুক আপনার অ্যাকাউন্ট বা পেজে নীল টিক চিহ্ন যুক্ত করবে। চিহ্ন যুক্ত না হলে আবার আবেদনের জন্য ৩০ দিন অপেক্ষা করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ