সর্বশেষ খবর

10/recent/ticker-posts

সভ্যতার ময়লার ভার - রাজিবুল ইসলাম রাজিব।।BDNews.in


 সভ্যতার ময়লার ভার

লেখকঃ রাজিবুল ইসলাম রাজিব

================================

সভ্য মানুষের  সভ্যতার ময়লার ভার।

  কতকাল সইব আর 

নাই পাই  সম্মান না  পাই৷ ভালবাসা।

 দুনিয়াতে বেচে আছি সহ্য করে কত অত্যাচার।

 সভ্য মানুষের  ময়লাগুলো চারিদিকে অগোছালো।

কুড়ায়ে দিনরাত করি পরিষ্কার।

 সভ্যতা তো আমাদের।আবিষ্কার। 

 তোমাদের আধুনিক সভ্যতা 

 সমাজে তোমাদের কত আলাপ চারিতা।

 মনে জমা রাখে ময়লার ভাগাড়।

 তোমরা নাকি  সভ্যতার করো আবিষ্কার 

 বড্ড হাসি পায় 

যারা এখানে ওখানে ময়লা জমায়।

 তারা  ই দিনরাত সভ্যতার গান শোনায়।

 আমাদের কদর নাই।

 ছেড়া জামা গায়ে দুর্গন্ধ  কাছে আসে না কেও। 

 দূর থেকে দেখলেই নাক শিটকায়।

  তাতে আমাদের কি আসে যায়।

 অরে সভ্য জগতের  সভ্য মানুষেরা।

 ময়লা তোদের ই তোদের গন্ধ।

 গায়ে মেখে সারাদিন। 

 তোদের কে দেয় সুদীন। 

আমি মুচি আমি মেথর আমি ডোম আমি সুইপার।

 গর্ব করে বলতে পারি   সভ্যতা সে তো আমাদের আবিষ্কার। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ