সর্বশেষ খবর

10/recent/ticker-posts

নারীদের আইপিএলে সুযোগ পেলেন অল-রাউন্ডার সালমা খাতুন।।BDNews.in


মোঃ এমদাদুল হক, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
নারীদের আইপিএলে সুযোগ পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সালমা খাতুন। তিন দলের এই টুর্নামেন্ট শুরু হবে ২৩ মে, শেষ হবে ২৮ মে। খেলাগুলো হবে পুনের এমসিএ স্টেডিয়ামে। দলগুলো হলো ট্রেইলব্ল্যাজার্স, ভেলোসিটি ও সুপারনোভাস।

এর আগে দুই আসরেও খেলেছিলেন সালমা। তবে এবার তিনি কোন দলে খেলবেন এখনো ঠিক হয়নি। তবে ইতিমধ্যেই তাকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির নারী বিভাগের প্রধান তাওহিদ মাহমুদ। শুক্রবার বিকেলে বলেন, একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সালমা ডাক পেয়েছে। এটা আমাদের জন্য গর্বের। তাকে অনাপত্তিপত্রও দেওয়া হয়েছে।

সালমা খাতুন ছাড়াও এই টুর্নামেন্টে আগে খেলেছেন জাহানারা আলম। তবে এবারের টুনামেন্টে নেই তিনি।উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ প্রথমবার হয় ২০১৮ সালে মুম্বাইতে। প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয় সুপারনোভাস। ২০২০ সালে চ্যাম্পিয়ন হয় ট্রেইলব্ল্যাজার্স।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ