সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কুমারখালী হানাদার মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে পালিত।।BDNews.in

কুমারখালী মুক্ত দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত।

গোলাম সরোয়ার,  কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী ৯ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, জাতীয় সংগীতের তালেতালে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহরের স্টেশন বাজার সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে এসে শেষ হয়।

পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরিফ হোসেন।

কুমারখালী মুক্ত দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত।

উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনুর সার্বিক পরিচালনায় এসময় বীরমুক্তিযোদ্ধা বৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা ধলনগর, করিমপুর, প্রতাপপুর, কুসলীবাসা, বিল বরইচারা, ডাঁসা, ঘাঁসখাল, বংশীতলা, নন্দনালপুরের হাতিসাকোঁ রেললাইন, কুমারখালী শহর সহ প্রায় ১০ টি স্থানে পাক হানাদার, আলবদর ও রাজাকারদের সাথে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের প্রতিরোধ সংগ্রামের মধ্যদিয়ে ১৯৭১ সালের আজকের এই দিনে কুমারখালী পাক হানাদার মুক্ত হয়েছিল। উড়েছিল স্বাধীন দেশের লাল সবুজের পতাকা। এসব যুদ্ধে গেজেটভুক্ত ১৪ জন বীর মুক্তিযোদ্ধা এবং শতশত নারী - পুরুষ শহিদ হন। নিহত হন কয়েকশত পাকিস্তানি সৈন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ