সর্বশেষ খবর

10/recent/ticker-posts

দূরন্ত সৈনিক - সামিরা খাতুন পাশা।।BDNews.in


দূরন্ত সৈনিক

সামিরা খাতুন পাশা

================


রণাঙ্গনের মাঠ ছেড়ে যখন বিজয়ীর বেশে আসবে প্রিয়

আমার সামনে হাটু গেড়ে বসে তোমার হাতের তরবারি কিংবা রাইফেল 

আমার পায়ের কাছে রেখে বলবে,

প্রিয়তমা, ‘এই নাও আমার শক্তি, শৌর্য, বীর্য, উন্মাদনা।


সবটুকু জমা দিলাম আমি তোমার কাছে। 

আমার কেবল দেশের মাটি লাগবে শুয়ে শুয়ে শত্রুহীন নির্মল আকাশ দেখতে’; 

আর লাগবে তোমার তোমাকে কেবলই বুক ভরে নিঃশ্বাস নিতে’।

শত্রুদের হটিয়ে দিয়েছি প্রিয়, ওরা আর পারবে না আমাকে

হারানোর ব্যথায়


আমার প্রিয়তমার চোখের জল ঝড়াতে।

তোমার আঁচলে বাঁধা পড়ায় আমার যত শান্তি।

তোমার সাথে আমার ছন্দময় পথ চলায় তুমিই ভেঙে দাও ক্লান্তি।

প্রিয়তমা, যতটা দিয়েছি যাতনা, বেদন, ক্রন্দন --

যতটা করেছি তোমায় ক্ষত;


ততটাই নিজেকে করেছি খাঁটি, হয়েছি তোমার তরে শাশ্বত।

ক্ষমো মোরে প্রিয়, ক্ষমো মোর রচিত আঁধার; 

মার্জনা করে পূর্ণ করো মোর শূণ্য এ জলাধার।

দেখ প্রিয়া মুখ তুলে তোমার আনন্দাশ্রু চোখে

কত গেছে তৃষিত তিমির তোমার ভালবাসা সর্বাঙ্গে মেখে।


কত গেছে আহারহীন তোমার আদর বিনে;

কত যে গেছে প্রহর মায়ের হারনো সম্মান দানে।

পারিনি দেখাতে অভাগার বুক বিরহে ক্ষত বিক্ষত

মাটির মায়ের ডাক যে আমায় শক্তি জুগিয়েছে শত’।


আমি কেবল অপলক তোমাকে চেয়ে মিটিয়ে নিই হাজার দিনের না দেখা যাতনা;

অধরে অধর মিশিয়ে নীলকন্ঠ হয়ে যাই শুষে নিয়ে তোমার নীল বেদনা।

কান্নার বাঁধ ভেঙে হয়ে যাই মাধবকুন্ডের জলপ্রপাত।

তুমি এ কান্না না মুছলে কে থামাবে বলো বুকের ভেতর চলা রুলার ?

কে আর শোনাবে বলো বেঁচে থাকার গান 

কে আর রচিবে সুখ বেলা-অবেলার ?


কত স্বপন দেখেছি আমি, কত গুণেছি ক্ষণ তোমায় রেখে দূরে

কত কাটিয়েছি নিদ্রাহীন রাত কত গেয়েছি গান বিরহী সুরে।

বিজয়ীর বেশে ফিরে আসো তুমি প্রার্থনা ছিল স্রষ্টার পানে,

তোমায়  ফেলে আমি যে অপূর্ণ আমি অন্তর কেঁদেছে বেসুরো তানে।

প্রিয়তম মোরে স্বার্থক করেছ তোমাতে দিয়েছ ঠাঁই;

দেশপ্রেমিকের প্রিয়তমা করে ঋণী করেছ আমায়।


অতি নগন্য আমি সাজিয়েছি তোমায় নাহি তোমার তুলনা

বক্ষে যতনে রাখিও আমায় জুড়িয়া তোমার অবনী-সীমানা।

তোমার গেছে যে দিন আমার পথপানে চেয়ে;

একই সময় কেটেছে আমার ভয়, প্রতিক্ষায় নিদারুন দুঃসময় হয়ে।

জড়িয়ে তোমার বুকে নিভিয়ে দাও জ্বলজ্বলে তুষের অনল,

অঙ্গার হয়ে পড়ে আছে সব জীবনের সুখ-স্বপন।


তোমার তরে জীবন সঁপেছি ত্যাগিয়াছি মায়ের তরে’

মায়ের মুখের হাসিখানা নিয়ে আমারেও রেখেছ ধরে।

আমারও কেবল মাটি- মাতা চায় আর তোমাতেই তুমি;

তোমায় নিয়েই গর্বিত হোক আমার মাতৃভূমি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ