সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কুমারখালীতে প্রথমবারের মতো দুই দিন ব্যাপী উদ্যোক্তা মেলা উদ্বোধন।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ কুষ্টিয়া কুমারখালীতে ২ দিন ব্যাপী উদ্যোক্তা মেলা উদ্বোধন।উপজেলা প্রসাশনের আয়োজনে প্রথম বারের মত (২৯ জানুয়ারি) রবিবার সকাল ১০টায় পরিষদ চত্বরে উদ্যোক্তা মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান সহ আরো অনেকেই এই সময় উপস্থিত ছিলেন।

রবিবার-সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলে। মেলায় ফুল ব্যাগ, ঘানি ভাঙ্গা সরিষার তেল, তিলের খাজা, রঙিন হাত পাখা, পরচুলা, মৃৎশিল্প, মটকা চা, হস্ত শিল্প, আইটি উদ্যোক্তা, রঙিন মাছ, মধু, মেয়েদের টপস, বাচ্চাদের পোশাক, হ্যান্ডিক্র্যাফটস, চামড়াজাত দ্রব্য সহ নানা ধরনের হোম ডেকর ছাড়াও ঘরে বানানো মুখরোচক খাবার, আচার, মসলা, তেল, ঘি, মাখন–জাতীয় কৃষিজাত পণ্যের ৩০টি স্টল ছিল। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলায় দর্শনার্থীর উপচেপড়া ভিড় ও বিক্রি ভালো হওয়ায় খুশি উদ্যোক্তারা। তারা স্বপ্ন দেখছেন সামনে এগিয়ে যাওয়ার। মেলায় আসা দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করে প্রতি বছর এমন উদ্যোক্তা মেলা আয়োজনের দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ