সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কুষ্টিয়াতে হত্যা মামলা থেকে বাঁচতে নিজ গোয়াল ঘরে আগুন।।BDNews.in


গেলাম সরোয়ার,  কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে হত্যা মামলা থেকে বাঁচতে নিজেদের গোয়াল ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটানাটি আজ ৭ ফেব্রুয়ারী সকাল আনুমানিক ৭ টার সময় আগুনের সূত্রপাত বলে এলাকাবাসী জানান। সংবাদ পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গিয়ে আগুন নেভান। 

প্রত্যক্ষদর্শীরা জানান ঘুম থেকে উঠে দেখেন মোছাঃ মিতা খাতুন,পিতা- লোকমান নিজ গোয়াল ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।উল্লখ্য,গত ২ রা ফেব্রুয়ারী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  ওষুধ ব্যবসায়ী নিহত ও তার চাচা গুরুতর আহত হয়েছেন।

নিহত চর জগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)। এবং তার চাচা সাবেক ইউপি সদস্য জাবেদ আলী গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে কুমারখালী থানায় ২১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলা নং-৬১(৩)/১,তারিখ ০৩/০২/২০২৩ ইং।ঐ হত্যা মামলার বাদীদের দাবী,হত্যা মামলা থেকে বাঁচতে নিজেদের গোয়াল ঘরে আগুন দিয়ে আমাদের ফাঁসানোর অপচেষ্টা করছে আসামী পক্ষ। ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে পুলিশ পাহারা চলছে। 

এবিষয়ে কুমারখালী থানার ওসি(তদন্ত) তাপস কুমার বলেন রাতে কেবা কাহারা এই আগুন দিয়েছে। আমরা তদন্ত করছি। আগুন লাগানো ব্যাক্তিদেরও আইনের আওতায় আনা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ