সোমবার বিকেলে মাদারীপুর শহরের পুরান বাজার করাচি বিড়ি সড়কের পরিচ্ছন্নকর্মীদের মন্দির প্রাঙ্গনে ৭ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে পৌর মেয়র খালিদ ইয়াদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, এমপি প্রতিনিধি আজিজুর রহমান খান শিবু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, পৌরসভার সচিব খন্দকার ফিরোজ আহমেদ, বণিক সমিতির সভাপতি সাব্বির হোসেন ছোট ভুইয়া, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব মাহমুদ কাওসার, রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গসহ অনেকেই।
পৌরসভা কর্তৃপক্ষ বলছেন, ১৫ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ৩৪০ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন। যৌথভাবে এই কাজের বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভা।
নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় খুশি হরিজনপল্লীর বাসিন্দারা। সাগর জোয়াদ্দার নামে একজন পরিচ্ছন্নকর্মী বলেন, দীর্ঘ তিন দশক ধরে আমাদের দাবি ছিল আবাসিক ভবনের। সেই কাঙ্খিত ভবনের নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় খুব খুশি আমরা। সবার মনে আনন্দের বন্যা বইছে।
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, হরিজনপল্লীর বাসিন্দারা দীর্ঘদিন ধরে আবাসন সংকটে ভুগছিল। তাদের এই সমস্যার কথা চিন্তা করে সাততলা ও ৪৮ ফ্ল্যাটবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একেকটি ফ্ল্যাট ১০৫০ স্কয়ার ফিটের, যেখানে চাইলে দুটি পরিবারও বসবাস করতে পারবে। এ ছাড়া আধুনিক এই ফ্ল্যাটে দুটি লিফটের ব্যবস্থা রাখা হয়েছে।
0 মন্তব্যসমূহ