জানা যায়, মাদারীপুরের তালতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সিজান হাওলাদার, সিয়াম হাওলাদার, ইব্রাহীম বেপারী ও মুসা খান। গত বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয় তারা।
আহত শিক্ষার্থীরা জানান, মাদ্রাসার ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় ফয়সাল খন্দকার, চাঁনমিয়া খন্দকার, আসাদুল খন্দকার, রাজু হোসেন ও রকিব খন্দকারসহ বেশ কয়েকজন তাদের হাতুড়ীপেটা করে।
পরে হামলার শিকার আহত শিক্ষার্থীদের ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। এরই প্রতিবাদে রোববার সকালে মাদ্রাসার সামনে ব্যানার-ফ্যাস্টুন হাতে মানববন্ধন করে শিক্ষার্থী ও অভিভাবকরা। বর্জণ করা হয় প্রথম থেকে ১০ম শ্রেণির ৬শ’ শিক্ষার্থীর অর্ধবার্ষিকী পরীক্ষা। দোষীদের সুষ্ঠু বিচার চান শিক্ষার্থী ও অভিভাকরা।
এদিকে হাতুড়ীপেটার ঘটনায় ফয়সাল, চাঁনমিয়া, আসাদুল, রাজু ও রকিবের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
0 মন্তব্যসমূহ