মোঃ আলি হোসেন, ঢাকা মহানগর প্রতিনিধিঃ মাদারীপুরে হত্যা চেষ্টা মামলায় সাক্ষি দেয়ায় দোকানে ঢুকে এক দিনমজুরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে,মঙ্গলবার রাত ৮দিকে কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের নয়াকান্দিতে এ ঘটনা ঘটে।
আহত সুকদেব মন্ডল (৪২) ওই এলাকার প্রেমানন্দ মন্ডলের ছেলে,পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জেরে ২০২২ সালের ১১ মে কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের নয়াকান্দি এলাকার মৃত মানিক মন্ডলের ছেলে ঝন্টু মন্ডল ও তার পরিবারের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলায় চালায় প্রতিবেশি ও কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার বেপারী। এই ঘটনায় পরদিন আনোয়ারসহ বেশ কয়েকজনের নামে কালকিনি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে ২০২২ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা বিরাজ দাস আনোয়ার বেপারীসহ ৫ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এই মামলায় মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দিতে আসেন দিনমজুর সুকদেব। পরে বাড়ি ফিরে ঘরের সামনে সড়কের সাথে ভ্যান ও ইজিবাইক মেরামতের গ্যারেজে কাজ শুরু করেন ওই দিনমজুর। রাত ৮টার দিকে আনোয়ার বেপারী ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুকদেবের উপর অতর্কিত হামলায় চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
এ সময় ওই দিনমজুরকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে পরিবারের লোকজন সুকদেবকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ।
0 মন্তব্যসমূহ