![]() |
শতখন্ডে প্রতিচ্ছবি - শিরিন শবনম। |
শিরিন শবনম
================
সকলেই কাছে সকলেই দূরে
অথবা কেউ দূরে নয় কেউ কাছে নয়
শুধু এক ভাঙা আয়নায় পড়ে রয়
শতখন্ড হয়ে এক একটি প্রতিচ্ছবি।
শত মুখের ঝলক সে ভাঙা কাঁচে বিম্বিত
সবটাই পূর্ণ সবটাই সম্পূর্ণ।
ঘোর লাগা এক প্রহেলিকা পেরিয়ে
পুষ্ট হয় সময়, পুষ্ট হয় প্রয়োজনের তাগিদ।
একে একে দূরে যায় সকলেই
যার যার নিজের প্রয়োজনের পিছনে ধেয়ে।
নিজের কাছ থেকে শুধু হয়না যাওয়া দূরে
নিজেরে কোথায় খুঁজি?
বেলাশেষের গান আবিররাঙা সাজ
সকলি তো আছে কাছে বা দূরে
অন্ধকার আমার একরত্তি জগতে ঠিকানাহীন আমি
কোথায় যে খুঁজব কাহারে!
2 মন্তব্যসমূহ
বেলা শেষের গান। পূর্ণপ্রাণের এক প্রতিচ্ছবি!
উত্তরমুছুনআপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
মুছুন