সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার কারণেই দাম সমন্বয় করেছে বাজুস। শুধু ২২ ক্যারেট নয়, অন্য সব ধরনের স্বর্ণের দামই কমানো হয়েছে নতুন ঘোষণায়।
নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ১১০ টাকা। অর্থাৎ প্রতি ভরি কিনতে গুনতে হবে ৯৪ হাজার ৫৯৫ টাকা। পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন খরচ হবে ৮১ হাজার ৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬৭ হাজার ৫৩৪ টাকা।
সব ধরনের স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। সবচেয়ে ভালো মানের রুপা প্রতি ভরি কিনতে আগের মতোই ১ হাজার ৭১৪ টাকা খরচ করতে হবে। বাজুসের নতুন এই দাম কার্যকর হবে শুক্রবার থেকে।
0 মন্তব্যসমূহ