কোনটাই যদি না করতে পারেন তাহলে না খেয়েই থাকতে হবে, কি আর করা।
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আদায় করার মত জোরও নেই। যা করার মুরোদ নেই তা নিয়ে গোঁ ধরে বসে থাকলে হবে?
বিএনপির উচিত সব রকম পরিস্থিতিতেই ভোটে অংশ নেওয়া। হয়ত হারবে, হয়ত হারিয়ে দেবে। কিন্তু জনগনের সাথে একটা যোগাযোগ হবে। আর যেসব এলাকায় তাদের সমর্থন বেশী সেসব এলাকায় জিতবে।
বাংলাদেশের ৩০০ আসনেই কারচুপি হবে এমন আশঙ্কা শুন্য। অনেক সরকারি কর্মচারী আছে যারা সুযোগ পেলেই বিএনপিকে সাহায্য করবে। লক্ষ লক্ষ মানুষ সুযোগ পেলেই ব্যালট বিপ্লব ঘটাবে। বিএনপি যদি অংশই না নেয় তাহলে এই সুযোগগুলোই কখনো আসবে না। আর তাই ঝুঁকি নিয়ে কেউ বিএনপির পক্ষে কাজ করবে না।
0 মন্তব্যসমূহ