সর্বশেষ খবর

10/recent/ticker-posts

প্রেমে পড়ার লক্ষণগুলি কী কী।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ আপনি আপনার জগৎ তার সাথে শেয়ার করতে চান। যাকে ভালোবাসেন সে আপনার চিন্তাভাবনায় প্রতিদিনে ১ বার হলেও আসবে। "সে-ও কি আমায় ভালোবাসে?" একথা জানার জন্য আপনি একেবারে মরিয়া হয়ে ওঠেন।

সাইকোলজিস্ট ও থেরাপিস্ট কেলিফার্ন পোমেরাঞ্জ বলেছেন " একজন মানুষ যখন ভালোবাসার রসে ডুবে থাকে তখন তার শরীর কেমিক্যাল ককটেইন উৎপন্ন করে যার মধ্যে আছে — ডোপামিন, নোরাড্রেনালাইন, টেস্টোস্টেরন, সেরোটোনিন। এই কেমিক্যালগুলো আপনার চিত্তকে সবসময় পুলকিত, আনন্দিত, কালারফুল, বৈচিত্র্যময়, চঞ্চল, যৌবন্য, সেক্সের প্রতি গভীর আকৃষ্ট করে তোলে । "


  • সে আপনার চিন্তার খোঁড়াক হয়।
  • তার সাথে চোখাচোখি হলে আপনার বুক ধরফর করা শুরু করে।
  • সে আপনার আকাঙ্ক্ষার যৌন দাসী হয়ে ওঠে।
  • আপনি নিজের রূপ-সৌন্দর্য নিয়ে সচেতন হয়ে গেছেন। সত্যি করে বলেন তো গতকাল আপনি কতবার আয়নায় নিজেকে দেখেছেন? কমেন্টে জানাবেন।
  • তার গুণগুলো, কথা বলার ভাব-ভঙ্গি আপনি নিজের অজান্তেই আয়ত্ত করতে শুরু করে দিয়েছেন।
  • আপনি নিজেকে নতুন করে চিনতে শুরু করবেন।
  • নিজের চক্ষের সামনে হাজারো সুন্দরী যুবতী দেখলেও তারা আপনার বক্ষে বিরাজ করবে না।
  • ভালোবাসার আকর্ষণ পৃথিবীর সব জায়গায় অনুভব করতে পারবেন।
  • বেখেয়ালি, উদাসীন হয়ে গেছেন।
  • পড়াশোনায় দুর্বল হয়ে গেছেন কারণ আপনি তো পড়ার টেবিলে শুধু তাকেই পড়েন।
  • তার সমস্যা নিয়ে আপনার মাথা ঘামানো।
  • আপনার বন্ধুরা ইতিমধ্যে আপনার হাবভাব লক্ষ্য করে ফেলেছে।
  • গেইম বাদ দিয়ে গান-বাজনা ভালো লাগা শুরু হয়েছে।
  • তার সঙ্গে নিজের ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করেছেন।
  • আপনার মধ্যে কবিত্বময় ভাব বিরাজ করবে।
  • আপনি নিজেকে তার পছন্দমতো সাজাবেন।
  • আপনি ইন্ট্রোভাট হলেও ওর জাদুময় ভালোবাসা আপনাকে সবার সাথে মিশতে সুযোগ করে দিবে।

এটা শুধু ১৬-২৪ বছর বয়সের জন্যই লেখা। এর বেশি বয়সের ক্ষেত্রে এগুলো না-ই মিলতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ