➤ মানুষের নতুন কিছু শেখার আগ্রহ না থাকা, যার জন্যে সে অন্যানদের চেয়ে পিছিয়ে থাকে।
➤ সমাজের লোক কি বলবে, পরিবারের লোক কি বলবে, আত্নীয় স্বজন বন্ধু বান্ধব কি বলবে এই বিষয় নিয়ে পড়ে থাকা এবং কোন কাজ শুরু না করা।
➤ কমফোর্ট জোন বা আরামপ্রিয়তা থেকে বের না হওয়া, জীবনে বড় কিছু হতে হলে বা সফল ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে কঠিন সময় ও বাধার সম্মুখীন হতে হয়।
➤ সবসময় নিজের শিক্ষাকে কাজে লাগাবেন, অন্যের বুদ্ধি দিয়ে নিজেকে চালাবেন না। পরামর্শ দেয়ার মানুষ অনেক পাবেন কিন্তু কেউ আপনাকে সঠিক নিয়ম কেউ বলবে না।
➤ চাকুরির পাশাপাশি কিছু না করা বা সারাজীবন শুধু চাকুরিই করা। আপনারা ভালভাবেই জানেন যে চাকুরিতে আপনার স্বাধীনতা নেই অল্প কিছু সম্মান ছাড়া, তাই চাকুরিকেই আপনার আয়ের একমাত্র মাধ্যম বানানো যাবে না।
➤ প্রতিদিনই শিক্ষামূলক বইয়ের কিছু পৃষ্ঠা হলেও পড়েন, এতে করে আপনার মানসিক সৃজনশীলতা বৃদ্ধি পাবে।
➤ নিজেকে গোলক ধাধার ভিতরে বন্দি করে রাখা, তার মানে আপনি জীবনের সবকিছুই লিমিটের ভিতরে রাখা। মনে রাখবেন আপনার আয়ের উপর আপনার ব্যায় নির্ভর করে, ব্যায় না করলে আপনার আয়ও বাড়বে না। তাই আপনি যদি আজীবন সীমিত ব্যায় করেন তাহলে আপনার ইনকাম ঠিক ততটুকুই থাকবে।
➤ নিজেকে আত্ননির্ভরশীল রাখুন সবসময় কারো উপর আপনার জীবনের চাবি দিয়ে রাখবেন না।
➤ আজীবন গরীব থাকার সবচেয়ে বড় শত্রু আপনি নিজেই, কারন আপনি মন থেকে চানই না যে আপনি জীবনে বড় কিছু হবেন। তাই জীবনে বড় কিছু হতে চাইলে প্রয়োজন তীব্র আত্নবিশ্বাস ও গভীর সংকল্প। তাই ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হোন।
➤ পরিকল্পনাহীন জীবন আপনার ভবিষ্যৎ নস্ট করার জন্য দায়ী, জীবনে পড়ালেখা, ব্যবসা যাই করেন না কেনো সবকিছুরই সঠিক পরিকল্পনা বা প্লানিং করে আগাতে হবে।
➤ জীবনে কাজের প্রতি অলসতা সফলতার জন্যে বড় বাধা তৈরি করে, ভোরবেলা ওঠার অভ্যাস করুন, শারীরিক ব্যায়াম করুন, পর্যাপ্ত পরিমান হাটাহাটি করুন, ভালো খাবার খান, সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন, নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন, ব্যস্ত থাকার অভ্যাস করুন ও অযথা বন্ধুদের সাথে আড্ডা থেকে বিরত থাকুন তাহলে আলসামো ভাবটা কাটিয়ে উঠবেন।
পরিশেষে এটাই বলতে চাই যে, জীবনে কিছু হওয়ার ইচ্ছা রাখে তার রাস্তা সে নিজেই বের করে, কারো জন্যে অপেক্ষা বসে থাকে না। জীবনটা যেহেতু একান্তই আপনার সিদ্ধান্তটাও আপনারই নিতে হবে।
0 মন্তব্যসমূহ