সর্বশেষ খবর

10/recent/ticker-posts

সুখনীড় ও শ্বেতকপত ll কলমে- নিশান শাহজাদা।।BDNews.in


সুখনীড় ও শ্বেতকপত

কলমে- নিশান শাহজাদা

==================================

সুখনীড় ও শ্বেতকপত মূলত এটি একজন সৃজনশীল লেখকের আবাসনালয়। সুখনীড় অর্থাৎ সুখের ঠিকানা, শ্বেতকপত অর্থাৎ শুভ্র কবুতর। যা আদিম যুগের বার্তাবাহক। হ্যাঁ বর্তমানের এই ক্ষুদ্র ছোট্ট আবাস, তুচ্ছ অবহেলিত স্থানটিই সুদূর ভবিষ্যতে এক অন্যরকম হয়ে যাবে এটাই তো স্বাভাবিক। কিন্তু নাম এর এটাই থাকবে। হয়তো এখন এটাকে কেউ চিনে না, জানেনা, কিন্তু নিশ্চিত ভবিষ্যতে শতশত মানুষের আগমন ঘটবে। তা নিশ্চয়ই!। লালন একাডেমিও একসময় এমনই তাচ্ছিল্যকর ছিলো, যখন লালনের স্বয়ং আবাসালয় বাসস্থান ছিলো। যুগের পরিবর্তনে সেটিও এখন কুষ্টিয়ার বুকে বিশাল ঐতিহ্যবাহী একাডেমি সরকারিভাবে পরিচালিত হয়েছে। আর হ্যাঁ নাম লালনেরই আছে। কেউ লালনের নাম সরাতে পারে নাই, পারবেও না। একসময়ের পুরনো ঢাকার ঘোড়ার গাড়ি, টিনসেট ছাপরা বাড়ি, খড়ের ঘড়, এখন আর নেই। পুরনো ঢাকা, এখন নিউ ঢাকা, মডেল ঢাকায় রূপ নিয়েছে। তবু মানুষ সেই ঐতিহ্য বহন করে। পুরনো ঢাকা শহরটাকেই ভালোবাসে এবং খুঁজে ফিরে। এটাই তো বাস্তবতা। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেনা যেমন। তাই এখনকার মানুষ একদিন আমরা কেউই থাকবো না। কিন্তু কবির এই সুখনীড় ও শ্বেতকপত- যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, কালের সাক্ষী হয়ে থেকে যাবে পৃথিবীর বুকে, বাংলাদেশের মাঝে, সকলের অন্তরে। এই বাড়ি তখন হবে সরকারের গৌরব, সরকারি সম্পদ। মানুষেরও জ্ঞানচর্চার স্থান। আর তাই এটি সংরক্ষণ ও দেখভাল করা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আজকের সুখনীড় ও শ্বেতকপত, হবে ভবিষ্যতের ইন্ডাস্ট্রিজ, জাতীয় গৌরব গাথা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ