মামলার এজাহারে জানা যায়, সম্প্রতি ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো লিমিটেড কোম্পানীর সিগারেট কিনতে মেসার্স লুবনা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মনিরুল ইসলাম তুষার ভুইয়াকে তিন ব্যবসায়ী ২৬ কোটি টাকা দেন। পরে টাকা কিংবা সিগারেট না দিলে কয়েক দফা পাওনা আদায়ে ব্যর্থ হন ওই ব্যবসায়ীরা।
পরিশোধের কথা বলে মনিরুল ইসলাম তুষার ভুইয়া তিন ব্যবসায়ীকে পাওনা অর্থের সমপরিমান চেক প্রদান করেন। যা ব্যাংক থেকে প্রত্যাখান হয়। একপর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টিসহ বিভিন্ন দপ্তরে লিখিত দেন ভুক্তভোগী মনির হাওলাদার, সুজন মোল্লা, সাখাওয়াত হোসেন। পরে বিভিন্ন সময়ে আদালতে একাধিক মামলা করেন ভুক্তভোগীরা। তাদের মধ্যে সাখাওয়াত হাওলাদারের দায়েরকৃত মামলায় শুনানী শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাইল হোসেন মালামাল জব্দের নির্দেশ দেন। এরইপ্রেক্ষিতে পিকআপবোঝাই সিগারেট জব্দ করে পুলিশ।
তিন ব্যবসায়ীর পাওনার মধ্যে মনির হাওলাদারের ১৬ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা, সুজন মোল্লার ১৩ লাখ ৭১ হাজার ৯৮৮ টাকা, সাখাওয়াত হোসেনের ৮ কোটি ৯৫ লাখ ৪ হাজার ৪৫ টাকা রয়েছে দাবি ভুক্তভোগীদের। তাদের এই পাওনা ফেরত পেতে মামলার পাশাপাশি বিভিন্ন সময় মানববন্ধন ও বিক্ষোভ করে আসছেন ক্ষতি ব্যবসায়ীরা।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, আদালদের নির্দেশে দেড় কোটি টাকার সিগারেট জব্দ করা হয়েছে। এছাড়া মনিরুল ইসলাম তুষার ভুইয়ার যেকোন গোডাউনে মালামাল পাওয়া গেলে সেটিও জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ব্যবসায়ীদের দায়েরকৃত মামলায় এই নির্দেশ দেন আদালত।
0 মন্তব্যসমূহ