সর্বশেষ খবর

10/recent/ticker-posts

ভারতের দীর্ঘতম কেবল সেতু উদ্বোধন করলেন মোদি।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ ভারতের দীর্ঘতম ‘কেবল সেতু’ বা ঝুলন্ত সেতুর উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার সকালে গুজরাটে তিনি এ সেতুর উদ্বোধন করেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সেতুটির নাম ‘সুদর্শন সেতু’। ২ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ এ সেতুটি ওখা এবং ভেট দ্বারকা দ্বীপপুঞ্জকে যুক্ত করেছে। যা ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতু।

২৭ দশমিক ২ মিটার চওড়া এই সেতুটিতে চার লেনের সড়ক রয়েছে। সঙ্গে দুই দিকেই রয়েছে ২ দশমিক ৫ মিটার চওড়া ফুটপাত। ভগবদ গীতার শ্লোক ও শ্রীকৃষ্ণের ছবি দিয়ে সাজানো হয়েছে সেতুটির ফুটপাত।

২০১৭ সালের অক্টোবরে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নরেদ্র মোদি। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৭৯ কোটি ভারতীয় রুপি। 

হিন্দু দেবতা শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ‘সুদর্শন’ শব্দটি নিয়ে সেতুটির নামকরণ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবর। 

নান্দনিক এ সেতুর ওপর সোলার প্যানেল বসানো হবে বলে জানা গেছে। এ সোলার প্যানেল থেকে প্রতিদিন ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। যা সেতুতে আলো জ্বালানোর কাজে ব্যবহার করা হবে। ওখা গ্রামের প্রয়োজনে অতিরিক্ত বিদ্যুৎও এখান থেকে সরবরাহ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ