সর্বশেষ খবর

10/recent/ticker-posts

এখনো দেখি - সামিরা খাতুন পাশা ।।BDNews.in


এখনো দেখি

সামিরা খাতুন পাশা 

========================


শহীদ মিনারের বুক জুড়ে এখনো তাজা রক্ত ঝড়তে দেখি শহীদদের স্মরণে।

এখনো দেখি মাথা নত করে দাঁড়িয়ে তাদের প্রতি অসীম শ্রদ্ধায়।

আমরা আর নগ্ন চরণে চলি না  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, 

ঘাস মারিয়ে তাদের প্রতি ভালবাসা প্রকাশে।

বেদির উপর তুলে বসি চরণে চরণ জুতা পায়ে, 

কখনোবা গল্পের খই ফোঁটে পদযুগল দোলানোর তালে তালে।

সম্মান দেয়াটা অভদ্রতা নয়।

এখানে ধার্মিকতা খোঁজ করা অর্থহীন।

ডান হাত অগ্রায়নে কিছু নেয়ার মতই এ সম্মান----

কাঁচের ক্লাসে জল দেয়ার মতই এ সম্মান।

নিজের মাতৃভাষার প্রতি ছিল যে ভালবাসাটা একান্ত নিজের --- 

শ্রদ্ধা ছিল, সম্মান ছিল, বেদনার প্রকাশ ছিল অন্তরে অন্তরে ---- 

ছিল ভাই হারানো ব্যথার স্তুতি গানে গানে।

কৃষ্ণচূড়ার ডালে ডালে ছিল আগুন এ ভরা ফাগুনে।

ধূলিকণায় আলতো হেটে অবারিত প্রশান্তি ছিল উদাস দগ্ধ নয়নে।

এখন সময় বদলেছে ---- 

বিশ্বব্যাপী হয়ে গেছে যে ভালবাসা সেটা দেখি ভাগাভাগি হয়ে গেছে।

গাওয়ার জন্যই যেন গাওয়া শহীদের তরে গান,

দেখানোর জন্যই যেন এ শ্রদ্ধা নিবেদন। 

স্মৃতির মিনার দাঁড়িয়ে আজি স্মরণ করে ক্ষণ,

ব্যথার ভারে নুয়ে পড়ে ভালবাসার অতিরঞ্জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ