সর্বশেষ খবর

10/recent/ticker-posts

মে দিবসের ডাকে নারী - সৈয়দা রাশিদা বারী।।BDNews.in


মে দিবসের ডাকে নারী 

সৈয়দা রাশিদা বারী 

=================

নারী জাগো জেগে ওঠো 

হে উদিত দীপ্ত হাতে।

বেগম রোকেয়া বলে গেছেন 

মেয়েরা তোমরা 

বাইরে বেরিয়ে এসো। 


দেখো পৃথিবীর আলো বাতাস কেমন সুন্দর! 

বলে গেছেন শৃঙ্খলা ভেঙে ফেলো 

যদি সে শৃঙ্খলা মূর্খের চাপানলে তোমায় বিকল করে।

এই একাবিংশ শতাব্দীর মহাতীরে 


এ পৃথিবী তোমার,

এ রাজ্যও তো তোমার,

তুমিও মানুষ যখন, মায়ের জাতি। 

শক্ত হাতে পাথর ঢুকে হও বড়। 

হও মহিয়ান গড়িয়ান।


কোদাল হাতে লড়ো।

বাসলে হাতে চলো। 

কলম যুদ্ধ করো।

কাজ করে স্বদেশ গড়ো।

সঠিক মজুরি তোমার ন্যায্য দাবি। 


নয় তোমার ব্যর্থ জীবন। 

কলুষতা পিছনে ঠেলে 

হও তুমিও সমাজ হিতৈষী,

কোন মা বোন জায়া কিংবা ভাবি।


ঠিক পুরুষের সমমর্যাদার 

শ্রেষ্ঠ ও সমসম্মানী।

বাংলাদেশের বঙ্গবন্ধুর সংবিধানও তোমার প্রাপ্তি 

তোমারই দিয়েছে।


জাতিসংঘ তোমার অনুকূলে।

এখন তুমি অর্জন করে নাও।

শিক্ষা শাস্ত্র ছাড়াও।


মেয়ে হলেও তুমি তো মানুষ, 

ইসলাম তোমায় সর্বোচ্চ 

আসন দিয়েছে। 


আল্লাহ ও নবী( সা:)সম্মান করেছেন

আর পরাধীন কোথায়?

নিপীড়িত জনমহলে  

তুমিও শ্রেষ্ঠ মানুষ।


তুমিও বিশ্ব মহলে সেরা 

খেটে খাওয়া মানুষের সাথে

এই ২০২৪ মে দিবসের ডাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ