টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজ ডরুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ টেকার ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার (২ মে)উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে প্রশিক্ষণের উদ্বোধন করে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণ করে ঘরে বসে না থেকে কাজে লাগাতে হবে এবং বেকারত্ব নিরসন করে স্বাবলম্বী হতে হবে। উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো.আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আকিবুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪০ জনযুবক – যুবতী অংশ নিয়েছেন।
0 মন্তব্যসমূহ