সৈয়দা রাশিদা বারী
========================
গরম রে বাবা গরম
সব খানেতেই গরম
ঘরে গরম বাইরে গরম
দরজায় গরম জানালায় গরম
সব খানেতেই গরম।।
আকাশে গরম বাতাসে গরম।
৩রাস্তা ৪রাস্তার মোড়ে গরম
থানাপাড়া ৬রাস্তার মোড়ে গরম
চায়ের কাপে গরম
ফ্রিজের জলেও গরম।।
সব খানেতেই গরম
হাফ প্যান্টে গরম
স্যান্ডো গেঞ্জিতে গরম
পানির পটে গরম
আইসক্রিম এ গরম।।
রেডিও টেলিভিশনে গরম
সিনেমা হলের ছিটে গরম
নাচ গানের জনসাই গরম
এফডিসির নির্বাচনে গরম
মিশা দীপজলের ব্ল্যাকমেইলে গরম।।
লেখার টেবিলে গরম
পড়ার টেবিলে গরম
গানের খাতায় গরম
কবিতার মঞ্চে গরম
শুধু কেবল গরম।।
গা জ্বালানো গরম
লিফটের মধ্যে গরম
সিডি ভাঙায় গরম
ছাদের কার্নিশে গরম
দোল কেদাড়াই গরম।।
গরম রে ভাই গরম
মরণ রে ভাই মরণ
এসির মধ্যে গরম
ফ্যানের তলে গরম
মোবাইল ফোনেও গরম।।
বন্ধুর কথাই গরম
প্রেম ভালোবাসাই গরম
ঝগড়াঝাঁটিতে গরম
ফুলের শোভায গরম
মাছের খেলায় গরম।।
গাল গল্পে গরম
নিন্দের মধ্যে গরম
চুল আচরাতে গরম
সিঁদুর পড়তে গরম
শাখার মধ্যেেও গরম।।
বোরখা হিজাবে গরম
টুপি পাঞ্জাবিতে গরম
তসবি পরাই গরম
কোরআন তেলাওয়াতে গরম
যায়নামাজ বিছানোয় গরম।।
মাছ মাংস গরম
ফল ফুলুরিতে গরম
চুলার পারে গরম
খাওয়ার টেবিলে গরম
লেবু শরবতেও গরম।।
তারার মিছিলে গরম
চাঁদের জোছনাই গরম
রাত তিন পারে গরম
ভোর বেহানে গরম
মোরগ বা কে গরম।।
পাখির গানে গরম
গরুর হামবাই গরম
শিয়ালের হুয়াই গরম
কুকুরের ঘেউ গরম
বিড়ালের মিউ গরম।।
দিন দুপুরে গরম
বিকেল বেলায় গরম
গোধূলি লগ্নে গরম
বিয়ের মঞ্চে গরম
শুধু গরম গরম।।
ফোরাত কুলের মাতম
পানি পানি মাতম
হাসান হোসেনের মাতম
ছকিনা বিবির মাতম
দুধের শিশুর মাতম।।
গরম রে বাবা গরম।
চারি দিকেই গরম
এজিদী তাণ্ডবের মতন
সূর্য রশ্মির গরম
নবীর বংশ হাহাকারের গরম।।
0 মন্তব্যসমূহ