তুষার আহমেদ রেজা
========================
বসন্তের ঐ কোকিল ঠোঁটে
সুরের সুধা ঝরে
পিপীলিকার পাখা ফোটে
তখন তারা মরে
সময় হলে আপনা হতে
সাপের খোসা ঝরে
প্রসব করে বাচ্চা দিয়ে
মাকড়সা যে মরে
সময় মত কাজ করে না
এলোমেলো ঘোরে
সফলতা সব ভেসে যায়
জীবন নদীর তোড়ে
মায়ের বুকে ব্যথা দিলে
দুঃখ ঝরে পড়ে
আকাশ ছুটে মরে তখন
কৃষ্ণ গহবরে।
0 মন্তব্যসমূহ