তোমার চোখের দৃষ্টি আমায় নিশ্চয়তা দেয়, তোমার ছোঁয়া দেয় আমায় হাজার বছর বেঁচে থাকার প্রত্যয়।ঐ মায়াময় মুখ দেখি পরম মুগ্ধতায়। বাঁধনহারা আমি হঠাৎই বাঁধা পড়ি তোমার সীমানা প্রাচীরে।
কিন্ত কোথায় যেন একটা ছন্দ পতন ঘটে। যদি আমার ডানাটা ভেঙে ফেল অসাবধানতাবশতঃ আমি এ আশ্রয় হারাতে চাই না।ক্লান্ত আমি কোথায় নেব ঠাঁই তুমিহীনে?
বড় অবেলায় পাওয়া যে সুখ তার সীমাবদ্ধতা থাকে না, থাকে না কোনো বাধ্যবাধকতা। একটা দ্বারে ঘুরে ফিরে যাওয়া ভিখারিনী বোঝে কতটা সম্ভাবনাময় দিনের আশা জাগে বুকে।আকাশের বিশালতায় হারানো পাখি যেমন বোঝে দূরত্বকে নৈকট্যে বাঁধার পথ।আমিও জানি কোন গন্তব্যে থামবে আমার রথ।
সময়ের তীরে দাঁড়িয়ে ভাবি নিজেকে নিতান্তই নগণ্য। অগ্রগামী যেথা ভীত গড়ে নিজের অস্তিত্বের, সেথা ক্লান্ত ডানা কেবলই ঝাপটায়।
সুখের নেশা কাটে না তবু।দু' চোখে আলো জ্বলে নিবু নিবু।
নিজেকে ফাঁকি দেয়া মন ঘন আবর্তে পড়ে নিমজ্জিত হয় গভীর থেকে গভীরে।দু' হাতে তুলে আনে মুক্তো ভালবাসার বুক চিরে।
কলমে - সামিরা খাতুন পাশা
0 মন্তব্যসমূহ