এ উপলক্ষে ৫ অক্টোবর শনিবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাস স্ট্যান্ড প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আমিরুল আরাফাত, আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম লিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এজাজ কায়সার, কুমারখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খাদেমুল ইসলাম, কুমারখালী নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, এমএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মখলেচুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ