অর্পা রানী শীল, মহা-নগর প্রতিনিধিঃ গত ১১ই মে ঢাকা,উত্তরা থেকে ১ম বারের মতো মেট্রোরেলের যাত্রা শুরু হয়। এই যাত্রাটি শুরু হয় উত্তরা দিয়াবাড়ি থেকে।
এটির যাত্রা মূলত শুরু করা হয় রেললাইনের কার্যক্রমগুলো পরীক্ষা করার জন্য।
জানা গেছে, এই পরীক্ষার জন্য প্রথমে ডিপোর ভেতর এবং পরবর্তীতে ভায়াডাক্টেরয়ের উপর দিয়ে চালানো হবে।
এই রেলটির প্রথম যে সেটটি ছিলো সেটি জাপান থেকে আনা হয়েছে বলে জানা গেছে এবং পরবর্তী সেটগুলো মংলা বন্দরের মাধ্যমে খুব শীঘ্রই ঢাকায় আনা হবে।
এই মেট্রোরেলটি বাংলাদেশে চালু হলে আমরা সার্বিক সুযোগ সুবিধা পাবো বলে আশাবাদী।
0 মন্তব্যসমূহ