সর্বশেষ খবর

10/recent/ticker-posts

অস্থিরতার নামই কি ভালোবাসা?


একজন মানুষের জন্য অন্য একজন মানুষের অস্থিরতা দেখতে এত ভালো লাগে কেনো? অস্থিরতার নামই কি ভালোবাসা?

'আমি তোমাকে ভালোবাসি' এই বাক্যটার মানে কি? আমি তোমার জন্য অস্থির হয়ে থাকি? কে জানে ভালোবাসার মানে কী?

কথাটা বলেছেন কবি হুমায়ূন আহমেদ। 

ভালোবাসার মানুষের শরীরের গন্ধটা একদম আলাদা হয় তাই না? 

হুম তাই।

আসলে আমরা যখন কাউকে খুব ভালোবাসি তখন তার সব কিছুই আমাদের কাছে ভালো লাগবে এইটা নরমাল ব্যাপার। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি জানেন! যখন আপনি কাউকে ভালোবাসবেন তখন আপনি তাকে সব জায়গায় অনুভব করতে পারবেন।

তখন তার সবকিছুই আপনার মনকে ছুয়ে যাবে। ধরুন আপনি যখন তার কাছে থাকবেন না তখন হঠাৎ তার শরীরের গন্ধ আপনি অনুভব করতে পারবেন। তখন তার সেই সুবাস আপনাকে জানান দিয়ে যাবে সে আপনার থেকে দূরে আছে ঠিকই কিন্তু আপনার মনের মধ্যে মিশে আছে, মিশে আছে তার অস্তিত্ব।

সত্যিকারের ভালোবাসা গুলো এমনটাই হয়। দূরে থাকলেও মনে হবে এইতো আছি বেশ। ভালোবাসার মানুষটা যখন আপনার সাথে রাগ করবে তখন আপনি ক্রমাগত তার কথা বেশি মনে করবেন।

আসলে এরকমটাই হয়। কাছের মানুষটার রাগ না ভাঙা পর্যন্ত যেনো ভালো লাগে না। কেনো জানেন? কারন আপনি তার জন্য কেয়ার করেন সে রাগ করলে যেনো আপনার পুরো দিনটাই মাটি হয়ে যায়। 

ভালোবাসার এই ছোটখাটো ব্যাপার গুলো যখন আপনি একা একা বসে ভাবতে থাকবেন তাহলে দেখবেন ভাবতে ভাবতে এক সময় ঠোঁটের কোনায় মুচকি হাসি অনুভব করবেন।

এই হাসিটাই বলে দিবে আপনার ভালো থাকার কারন আপনার প্রিয়জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ