সর্বশেষ খবর

10/recent/ticker-posts

একটি নিঃস্বার্থ ভালোবাসার গল্প - শারমিন জাহান


একটি নিঃস্বার্থ ভালোবাসার গল্প 

শারমিন জাহান 


তোমার দুর্বার প্রেমের প্রতিটি স্পর্শের স্পন্দিত শিহরণে থমকে যায় আমার ভীষণ একলা পৃথিবী। 

স্মৃতিতে বিভোর আমি তোমাতে হারাই বারবার।


বিরহের যাতনায় কাতর প্রতিটি রাত শেষে শিশির ভেজা স্নিগ্ধ সকাল, আবার প্রতিটি দিন শেষে ক্লান্ত গোধূলি পর্যন্ত কেবলি বাড়ে আমার তীব্র  প্রতীক্ষা। 

তবুও তোমার কোন খবর দিতে পারে না উড়ন্ত শ্বেত বলাকার ঝাঁক।


তোমার প্রেমের উথাল-পাথাল প্রবল ঢেউয়ে ভাসতে ভাসতে, হাবুডুবু খেতে  খেতে কেবলি ভেসে যাই আমি, কোন কুল কিনারা পাই না।

শপথের মালা ছিঁড়ে তুমি হারিয়ে গেছো দূর দিগন্ত রেখায়।

তাতে আমার কিইবা আসে যায়।


রাত্রির আঁধার জানে আমার বুকে কতো আগুন!

ঘন বর্ষার প্রবল বৃষ্টিতেও সে আগুন নিভে না।

তোমার প্রেমের আগুনে পোড়া আমার অবুঝ হৃদয় ছাই হয়ে পূবালী বাতাসে উড়ে আর নিদারুণ হাহাকারে গুমরে মরে।


তোমার দেয়া প্রেম কলন্কের নিষ্ঠুর কালিমা

বুকে নিয়ে বেঁচে থাকবো আজীবন যেভাবে বেঁচে থাকে দূর আকাশের চাঁদ।


চাঁদ যেভাবে রূপালী জোছনার দ্যূতি ছড়ায়, মুগ্ধতা ঝরায় আবাল বৃদ্ধ বণিতার,

আমিও  তেমনি ছড়াবো প্রেমের দ্যূতি।


অবাক পৃথিবী রূপকথার গল্পের মতো জানবে

এক অবুঝ বালিকার নিঃস্বার্থ ভালোবাসার কাহিনি৷।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ