সর্বশেষ খবর

10/recent/ticker-posts

এখানে অন্যের অনুপ্রবেশ নিষেধ।।বিডি নিউজ.ইন।।BDNews.in


নয়ন মাহমুদঃ প্রিয় মানুষটি কাছে থাকলে জানায় অজানায় বিভিন্ন কারনে কখনো বা কারণ ছাড়াই আমরা তাদের অবহেলা করি। অবহেলা দূরুত্ব বাড়ায় আর দূরুত্ব বাড়লে তবেই আমরা পরিপূর্ন ভাবে প্রেমের আনন্দ উপভোগ করি। কেউ কেউ এই অবহেলার মাঝে সময় এবং প্রয়জনের তাগিদে জীবনের দিক ঘু্ঁড়িয়ে নেয়। তবে দিনশেষে তারা সুখে থাকতে ভুলে যায়।

গভির রাতে একলা আকাশে জ্যোঁসনা মাখা নীরব পৃথিবীতে কখনো প্রেমিকার কথা না ভাবলে আপনি প্রেমে পড়ার অধিকার রাখেন না। প্রেম আপনাকে কষ্ট দেবে, আনন্দ দেবে, হাসাবে এবং কাঁদাবে। সুখ থেকে দুঃখ বেশী দেবে তবুও, প্রেমের মানুষটি সর্বচ্চ স্থানে রবে আপনার  অনুভুতির জগতে। 

২ টি মানুষ, ২ পরিবারে জন্ম। নেই কোন রক্তের টান। কখনো কনোদিন, দেখা হইনি ইতোপূর্বে। তবুও কতো কাছের কতো আপন। সামান্য কিছু দিনের পরিচয়ে একে অন্যের সবথেকে কাছের, বিশ্বাসের, এবং ভরসার মানুষ হয়ে যাওয়া। শত রাগ অভিমান অন্য মানুষটি মুখ বুঝে সহ্য করা, অভিমান শেষে ভুল মানুষটি নিজের ভুল শিকার করা। নিজেদের একটি নীরব পৃথিবী গড়ে তোলা। যেখানে ২টি মনের অবাধ আসা-যাওয়া।

একটা সময় আঘাত আসে, কেউ পথ চেয়ে নীরব থাকে আবার কেউ অন্য কোথাও এই সুখটাকে খুঁজতে খুঁজতে নিজেকেই হাঁড়িয়ে ফেলে। যত দিন যাই ততো দূরুত্বের সীমা অতিক্রম করে। সম্পর্কের মাঝে আসে সমাজের বিধি-বিধান। দূরুত্ব বাড়তে বাড়তে প্রেম বা অনুভুতিটা হাড়িয়ে যাই এক সময়। আমরা নিজেকে হাঁড়িয়ে ফেলি অজানায়। কখনো কি ভেবে দেখেছি আমারা এমন জীবন চেয়েছি কি না? তবে সত্যি বলছি, এমন কিছু অনুভুতি আপনি উপলব্ধি করতে পারবেন দূরুত্বে যা আপনাকে জীবন চেনাবে। আমাদের জীবনে সফল হতে হলেও এক বারের জন্য ব্যর্থতার স্বাদ নেওয়া উচিত। 

ব্যর্থতা আপনাকে দেবে গভীর রাতে কোন এক প্রিয় মানুষকে নিয়ে ভাবনার জগৎকে উপভোগ করার মতো অভিজ্ঞতা। আবার কখনো আপনাকে উপলব্ধি করাবে, পূর্নিমা চাঁদের সৌন্দর্য্য উপভোগের সুপ্ত অনুভুতি। জীবন গল্পে কারো সর্বাধিক স্থানের অনুপ্রবেশের গল্প রাখার সক্ষমতা। 

ব্যর্থতার অনুভুতি আপনাকে উপহার হিসেবে দেবে স্বল্পতে সুখি থাকার মতো সুন্দর জীবন একটি নিরিবিলি জীবন। যেখানে অন্যের অনুপ্রবেশ নিষেধ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ