সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কিছু মানুষ ভালবাসার বড্ড কাঙাল-এফ সি আকাশ


ফ্রেন্ড সার্কেলে খুব মাখোমাখো সম্পর্ক হয় না তাদের। সবার সাথে গড়পড়তা হয়েই থাকে। লোক  দেখানো কোনরকম ভালোবাসা তারা দেখাতে পারে না। চাইলেই আর দশজনের মতো কমার্শিয়াল আচরণ করতে পারে না। প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলতে পারে না বন্ধুদের। 

এই মানুষগুলো অল্পতেই খুশি হয়ে যায়। কেউ তাদের জন্য পানিতে পা ভেজালে তারা নির্দ্বিধায় গলা পানিতে নেমে যেতে পারে। কেউ একটু ভালো করে কথা বললে তাকে খুব আপন ভেবে নেয়৷ কেউ নিজের প্রয়োজনে তাদের খুব নিপুণভাবে ব্যবহার করতে পারে।

তারা একটা সময় সবকিছুই টের পায়, তবুও নিঃশব্দে সব ভুলে যায়। নিজের অধিকারটুকু চাইতেও তাদের আড়ষ্টতা কাটে না।

তারা কারো সঙ্গে রাগ করে খুব বেশিদিন থাকতে পারে না। কিন্তু অভিমানটা একটু জোরালো হয়। এই মানুষগুলোর নিজের সুখের চাইতে 'লোকে কি বলবে' খেয়াল থাকে অনেকটা বেশি। সবসময় অন্যকে খুশি করতে, খুশি দেখতে ভালোবাসে।

কেউ হঠাৎ কাছে টেনে নিলে তাকে পৃথিবীর সব সুখ এনে দিতে চায়। হারজিতের মামলাটা নিজের ঘাড়ে দোষ চাপিয়েই নিষ্পত্তি দেয়। এই মানুষগুলো একটু প্রায়োরিটির আশায় সবকিছু ছেড়ে দিতে পারে। কেউ একটু সময় দিলে, ভালোবাসলে তার জন্য সবার বিরুদ্ধে গিয়ে তাকে আগলে রাখতে জানে৷ 

এই সরল মানুষগুলো চাইলেও লোক ঠকাতে পারে না। তাইতো সমাজ এদের সরলতাকে বোকামি বলে।এই মানুষগুলোই বাস কন্ডাকটরের গছিয়ে দেয়া ছেঁড়া নোটটা গরিব মুচিটাকে দিতে পারে না। বিবেকে খুব নাড়া দেয়। আলতো করে পকেটে রেখে দেয় ছেঁড়া টাকাটা। এরা গোটা পৃথিবীর কাছে ঠকে গিয়েও যে দিনশেষে নিজের বিবেকের কাছে জিতে যায় রোজ। 

থাকুক না এমন কিছু ভালোবাসার কাঙাল! বিবেকের ঝুড়িতে লয়্যালিটি আর মানবতা বেচুক যান্ত্রিক এ শহরে। ভালোবাসার কাঙাল।

একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ

  1. উত্তরগুলি
    1. সুন্দর মমতামত উপস্থাপনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

      মুছুন
  2. সারা ভালোবাসা চাই প্রকৃত পক্ষে তারাই ভালোবাসা পাই না!!

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সুন্দর মমতামত উপস্থাপনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

      মুছুন
  3. অসাধারণ লেখা। সুন্দর মনের অধিকারী ব্যাক্তিই পারে সুন্দর করে ভালোবাসতে।
    এত সুন্দর লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সুন্দর মমতামত উপস্থাপনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

      মুছুন
  4. কিছু লিখনির বিচারের সক্ষমতা আমাদের থাকে না। সত্যি অসাধারন লিখনি।

    উত্তরমুছুন