সর্বশেষ খবর

10/recent/ticker-posts

ফেসবুক পেজের মাধ্যমে ইবির শিক্ষক নিয়োগে বিব্রত কর্তৃপক্ষ।।বিডি নিউজ.ইন।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ ফেসবুক পেজের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে! বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘IUian-ইবিয়ান’ নামে একটি পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের সুযোগ রেখেছে তারা। তবে এ বিষয়টি সঠিক নয় বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, ‘IUian-ইবিয়ান’ নামে একটি ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে তারা আবেদনের সুযোগ রেখেছে। তবে ফেসবুকে কোনো বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেনি এবং ফেসবুকে আবেদনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিষয়য়টি নিয়ে বিব্রত আবেদকারীরা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, ‘আমরা অফিসিয়ালি এমন কোন কিছু ফেসবুকে দেইনি। আমরা শুধু পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। কেউ যদি আনঅফিসালি এমন কাজ করে থাকে সেটা ঠিক নয়। আমরা বিষয়টি খোঁজ নিব।’

প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, ‘ফেসবুকের মাধ্যমে আমাদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বা আবেদনের সুযোগ রাখা হয় না। বিষয়টি খোঁজ খবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ