সর্বশেষ খবর

10/recent/ticker-posts

হলুদ খামের ডাকবাক্স-সানজিদা রহমান আইরিন।।BDNews.in


হলুদ খামের ডাকবাক্স

সানজিদা রহমান আইরিন

=============================

আপনি বলেছিলেন-

আমার যখন আপনার কথা মনে পড়বে,

খুব করে কথা বলতে মন চাইবে।

আমি যেন একখানা চিঠি লিখে

আকাশের ঠিকানায় পাঠিয়ে দিই।

লাল,নীল,সবুজ, হলুদ যে কোন খামে।


আমার যখন আপনার জন্য মন খারাপ হবে,

তখন লাল খামে। 

যখন আপনার স্মৃতিগুলো আমায় তাড়া দিবে,

তখন নীল খামে,

যখন খুব করে আপনার সাথে কথা বলতে মন চাইবে,

তখন সবুজ খামে।

আর যখন আপনার অনুপস্থিতি আমায় সারাদিনে একটুও কষ্ট দিবে না,

তখন আমি যেন হলুদ খামে চিঠি পাঠাই।

তাই নিজের ঘরেই লাল,নীল,সবুজ হলুদ খামের

চারখানা ডাকবাক্স বসিয়ে রেখেছি আড়ালে।


জানেন,

আজকাল আমার চিঠির সংখ্যাটাও বেড়েছে।

কি করবো বলেন?

সকাল,সন্ধ্যা, রাতে প্রতিবেলায় যে

আপনার কথা মনে পড়ে।

আপনার জন্য মন খারাপ হয়,

আপনার স্মৃতি গুলো আমায় তাড়ায়।

তাই সারাক্ষণই আপনার নামেই চিঠি লিখে যাই।


দেখতে দেখতে লাল,নীল,সবুজ খামের 

ডাকবাক্স গুলোও পূর্ণ হয়ে এসেছে।

শূন্য রয়ে গেছে শুধু হলুদ খামের ডাকবাক্সটা।

যতবারই ভাবি আপনাকে ভুলে যাব, 

ততবারই যেন আরও বেশি করে মনে পড়ে যায়।

তাই হলুদ খামের ডাকবাক্সটা আজীবন শূন্যই রয়ে যায়।

নতুন করে যেন পূর্ণ হয়ে যায়

লাল,নীল,সবুজ খামের ডাকবাক্স গুলো।


আচ্ছা,

আপনার কাছে চিঠি গুলো কিভাবে পাঠাবো?

আকাশের ঠিকানায়?

কিন্তু,কেউ যে নিতে চাই না।

কত শত ডাকপিয়ন কে বলেছি,

কেউ তো রাজি হয় না।


আপনি বলেছিলেন-

কোন এক সময় আকাশের তারা হয়ে এসে

চিঠিগুলো পড়ে যাবেন।

দীর্ঘ পঁয়ত্রিশটা বছর কেটে গেল।

কই?

আপনি তো আজও এলেন না।

আচ্ছা,কখন আসবেন?

হলুদ খামের ডাকবাক্সটা যখন পূর্ণ হবে,তখন? 

কিন্তু সেটা আদৌ পূর্ণ হবে তো?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ