ওয়াশরুমের কথা বলে আর ক্লাস ফাঁকি দেওয়া হবে না। হোমওয়ার্ক না করলে হাজারটা অজুহাত বের করতে হবে না। ম্যারাথনের মত পাশের রোডটাতে আর রাউন্ড দেওয়া হবে না। মুরগির খাঁচার মতো ভ্যানগুলোতে বসে আর আড্ডা দেওয়া হবে না। ক্লাসমেট কে আর "ভাবি" ডাকা হবে না...!!
এমন অনেক কিছুই আর করা হবে না। অলমোস্ট বারো বছর এই জায়গাটাতে রেগুলার যাওয়া-আসা করেছি। কিভাবে এই জায়গাটা ছেড়ে দিব জানিনা। যেই ফ্রেন্ডগুলোর সাথে একসাথে, একই ইউনিফর্ম পড়ে এই জায়গাটাতে আসতাম তারা একেকজন একেক জায়গায় চলে যাবে। স্বাভাবিকভাবেই একটু একটু করে দূরত্ব বাড়তে থাকবে। কিন্তু এই বারোটা বছর ওদের সাথে কাটানো প্রতিটা দিন মনে থাকবে। কারণ, "তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি !! "
লেখকঃ খাইরুল আলম নাফিউ
0 মন্তব্যসমূহ