সর্বশেষ খবর

10/recent/ticker-posts

ফের মা হওয়ার গুঞ্জন, যা বললেন মিথিলা।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। নানা করণেই তিনি আলোচনায় থাকেন। বিচ্ছেদ, প্রেম, বিয়ে, অভিনয়, কলকাতায় দিন যাপন সব মিলিয়ে আলোচনায় তুঙ্গে।

এদিকে কিছুদিন ধরে কলকাতা থেকে ভেসে ভেসে আসছে নির্মাতা সৃজিত মুখার্জি নাকি এই অভিনেত্রীর কাছে মধুর এক বায়না ধরেছেন; নতুন অতিথির জবাব, ‘একদমই না। এমন কিছুই হয়নি! সব বানানো গল্প।’

নতুন বছরের শুরুতে জানতে চাইলে মিথিলার চটজলদি জবাব, ‘একদমই না। এমন কিছুই হয়নি! সব বানানো গল্প।’

তবে প্রশ্নের বাইরে নিজে থেকেই যুক্ত করলেন নতুন বছরের আরেকটি রেসিপির কথা- ‘আসলে নতুন বছরে আমি চাই সকল অন্যায় ও বাধার বিপরীতে যেন নিজেকে দৃঢ় রাখতে পারি। প্রত্যাশা করি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার। সবার প্রতিও আমার একই প্রার্থনা।’

এসময় জানতে চাওয়া হয়, নতুন বছর নিয়ে কী ভাবছেন মিথিলা; ঢাকা থেকে ক্রমশ গুটিয়ে নেবেন না তো নিজেকে! নাকোচ করে দিলেন সঙ্গে সঙ্গে।

বললেন, ‘দুই বাংলায় সমানতালে কাজ করতে চাই। বরাবরের মতো নারী প্রধান চরিত্রের অপেক্ষায় থাকবো। দুই বাংলার নাটক, ওয়েব আর সিনেমায় নিয়মিত থাকতে চাই। তবে সংখ্যায় কম মানে ভালো কিছুই অব্যাহত রাখবো এবারও।’

যোগ করেন, ‘নতুন বছরে আমার জন্য একটু বেশিই বিশেষ। কারণ, এই বছর দুই বাংলাতেই আমার অভিষেক হবে বড় পর্দায়। ফলে সিনেমা ক্যারিয়ারের গতিবিধি বোঝার জন্য এটাও একটা ফ্যাক্টর।’

বলে রাখা ভালো ২০২১ সালে করোনা মহামারি উপেক্ষা করেও মিথিলা একেরপর এক যুক্ত হয়েছেন অনন্য মামুনের ‘অমানুষ’, অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’, রাজর্ষি দের ‘মায়া’, রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’, অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ এবং শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’ সিনেমায়। এরমধ্যে চারটি ছবির শুটিং শেষ। ধারণা করা হচ্ছে, সবগুলো ছবিই মুক্তি পাচ্ছে ২০২২ সালে।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ