আমার প্রতি কারোর দু দন্ড দুর্বলতা, আমার চাওয়া নয়। বরং একটা জীবনভরের আশ্রয় চেয়েছি যেখানে থেমে যাওয়া যায়, সব পাপ সব নোংরামো উগলে দেওয়া যায়।
অন্ধকার এলেও কাঁধে মাথা রেখে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখা যায়।
কাউকে ভলোবাসতে সম্পর্ক দরকার পড়ে না কিন্তু একসঙ্গে থেকে যেতে গেলে আশ্রয় দরকার। একটা শক্ত বাঁধন দরকার।
আমার কাছে সম্পর্ক নিজেই একটা ঘর,আর মুহূর্তরা ঘরের আকাশে জ্বালিয়ে রাখা নক্ষত্র।ভেতর ভেতর দুটো মানুষ এখানে বাঁধা থাকে নক্ষত্রদের আলো দিয়ে।
আলগোছে ছুঁয়ে থাকা সম্পর্ক এবং আলগোছে ছুঁতে চাওয়া মানুষকে আমি সম্মান করতে পারি না। গোপন বিরোধ বাড়তে বাড়তে একসময় যোগাযোগ নিভে যায়। এসব সম্পর্কে নিজেকে কেমন পণ্য পণ্য মনে হয়।
লেখকঃ রিয়া ঘোষ।
0 মন্তব্যসমূহ