এমনিতে কার্তিকের মহিলা ভক্তর সংখ্যা নেহাৎই কম নয়।তিনি বলিপাড়ার চকলেট বয়। কার্তিক পরিশ্রমের জেরে খুব কম সময়ের মধ্যে নিজের পায়ের তলার জমি শক্ত করে নিয়েছেন।যদিও ‘দোস্তানা ২’ ছবি থেকে বেরিয়ে আসার পর, কার্তিক এবং করণ জোহরের মধ্যে দূরত্ব বেড়ে যায়।ধর্মা প্রোডাকশনের সমস্ত ছবি থেকে কার্তিককে বাদ দেওয়া হলেও তাঁর হাতে রয়েছে ‘শেহজাদা’, ‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র মত বিগ বাজেটের ছবি। তাই কার্তিকের লেটেস্ট আপডেটের জন্য ভক্তরা সব সময় চোখ রাখেন অভিনেতার সোশ্যাল পেজে।
ঢাকা/মীম
0 মন্তব্যসমূহ