সর্বশেষ খবর

10/recent/ticker-posts

ঠোঁট ফাটা থেকে মুক্তির উপায়।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়া এবং শরীরে ঘাম কম হওয়ায় ত্বক শুষ্ক হয়ে যায়। সে জন্য সবারই ত্বক অল্পবিস্তর ফাটতে পারে।

ঠোঁট ফাটা সমস্যা অনেকেরই থাকে। অনেককে দেখা যায় সারা বছরই লিপজেল ব্যবহার করছেন। আবার অনেকে রয়েছেন, যাঁরা লিপজেল বা লিপবাম কিছুই ব্যবহার করেন না।

শীতকালে কমবেশি সবারই ঠোঁট ফাটে। এ সমস্যাটা সবারই হয়। তো সে ক্ষেত্রে অবশ্যই আপনি লিপবাম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। এটার জন্য খুব বেশি কোনও টেকনোলজি নেই। এটা নরমাল ময়েস্ট রাখার জন্য যে কোনও কিছু আপনি ব্যবহার করতে পারেন। সেইসাথে দেখা যায় আমরা ফেসের খুব যত্ন নিচ্ছি, লিপের যত্ন হচ্ছে না।

আধা চা চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে মধু, অলিভ অয়েল ও চিনি মিশিয়ে ঠোঁটে ঘষুণ। ঠোঁট ধুয়ে লিপবাম লাগান। ১ চা চামচ নারিকেল তেল আর ১ চা চামচ চিনি দিয়ে বানিয়ে নিন লিপ স্ক্রাব।

ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে ভালো লিপবাম ব্যবহার করতে পারেন, পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন, যাঁদের এগুলো কোনও কিছুই এভেইলেবল না, তাঁরা নারকেল তেল ব্যবহার করতে পারেন। দিনে ২/৩ ঘণ্টা পর পর আপনি বার বার অ্যাপ্লাই করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ