শিখা রানী বিশ্বাস
================
আজ তুমি নেই বলে
এতো আলোতেও আলো নেই
ঘোর অন্ধকারেও ঘুম নেই
জেগে আছে নিষি !
ঘুমিয়ে আছে সূর্য
কিভাবে রেখেছে ধৈর্য্য
কিভাবে জলেছে তুর্য্য
দেখোনি - দেখোনিকো।
তুমি ছিলে লাল আভায় মোড়ানো
এক টুকরো রঙ্গিন তূর্যনাদ!
একখণ্ড প্রতিলিপির অগ্নিবাণ
বিভিষিকার দেয়াল ভেদ করে
গড়ে তোলা এক অনবদ্য রাহুর তূসের গতিপথের সম্ভাবনা
তুমিই আমার একমাত্র অনিবার্য অনিরুদ্ধ।
0 মন্তব্যসমূহ